প্রতীক নিয়ে ইসি সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন এনসিপি নেতারা

নির্বাচন কমিশনের লোগো, এনসিপির লোগো
নির্বাচন কমিশনের লোগো, এনসিপির লোগো | ছবি: এখন টিভি
2

প্রতীক নিয়ে নির্বাচন কমিশন (ইসি) সচিবের সঙ্গে বৈঠকে বসেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজই (রোববার, ১৯ অক্টোবর) প্রতীক ইস্যুতে কমিশনকে সিদ্ধান্ত জানানোর শেষ দিন ইসির।

শাপলা প্রতীকের জন্য অনড় অবস্থানে থাকা দলটিকে বিকল্প প্রতীক নিতে বলেছিল নির্বাচন কমিশন। সে বিষয়ে আলোচনা করতেই আবারও ইসির সঙ্গে বৈঠকে বসেছে দলটি।

বেলা ১১টার দিকে দলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে কমিশনে প্রবেশ করে এনসিপির চার সদস্যের প্রতিনিধি দল। বৈঠক শুরু কমিশন সচিব আখতার আহমেদের সঙ্গে।

আরও পড়ুন:

হাসনাত আব্দুল্লাহ ছাড়াও বৈঠকে উপস্থিত রয়েছেন দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী, যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ ও যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মূসা।

প্রধান নির্বাচন কমিশনার ইসিতে অনুপস্থিত থাকায় কমিশন সচিবের সঙ্গেই বৈঠক করছেন তারা। এ বৈঠকে প্রতীক ইস্যুতে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে বলে ধারণা হচ্ছে।

এসএস