উসমান দেম্বেলের গোলে ১৩ মিনিটে এগিয়ে যায় পিএসজি। এক গোলের লিড নিয়ে বিরতিতে যায় তারা। ৭৬ মিনিটে সফল স্পট-কিকে সমতা ফেরান ম্যাসন গ্রিনউড। ৮৭ মিনিটে পিএসজির ডিফেন্ডার উইলিয়ান পাচোর আত্মঘাতী গোলে এগিয়ে যায় মার্সেই।
আরও পড়ুন:
পিএসজির পরাজয় যখন মনে হচ্ছিলো সময়ের ব্যাপার, তখনই যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রামোসের গোল। পরে টাইব্রেকারেও গোল করেন রামোস। পিএসজির বাকি তিন শটে জালের দেখা পান ভিতিনিয়া, নুনো মেন্দেস, ও দিজিরে দুয়ে।
তবে মার্শেইয়ের দুটি শট ঠেকিয়ে আসল নায়ক আসলে গোলরক্ষক শুভালিয়ে। এ নিয়ে টানা চতুর্থ ও রেকর্ড ১৪ বার ফরাসি সুপার কাপ জিতল পিএসজি। সবশেষ ১৩ বারের মধ্যে ১২ বারই জয়ী তারা।





