সরাসরি আপডেট

শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুন
শাহজালাল বিমানবন্দরের ভয়াবহ আগুন | ছবি: এখন টিভি
0

শাহজালালে ভয়াবহ আগুন: সরাসরি আপডেট

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩টি স্টেশনের অন্তত ৩৭টি ইউনিট। দুপুর আড়াইটার দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। অগ্নিকাণ্ডের ফলে এ বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক স্থগিত ঘোষণা করে কর্তৃপক্ষ। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার প্রমাণ পেলে ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি

দেশের বিভিন্ন অঞ্চলে সম্প্রতি একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে সৃষ্ট উদ্বেগ সম্পর্কে অন্তর্বর্তী সরকার গভীরভাবে অবগত বলে জানানো হয়েছে।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) রাতে এক বিবৃতিতে অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে। এ ঘটনায় নাশকতার প্রমাণ পাওয়া গেলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও উল্লেখ করা হয় বিবৃতিতে।

শাহজালাল বিমানবন্দরে ঘটনাস্থল পরিদর্শনে বেসামরিক বিমান উপদেষ্টা

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটনাস্থল পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন উপদেষ্টা শেখ বশির উদ্দিন।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) রাতে পরিস্থিতি পর্যবেক্ষণে গিয়ে সাংবাদিকদের কাছে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা যতদ্রুত সম্ভব বিমানবন্দর চালু করবো। আপনারা জানেন, এয়ারপোর্টে এ মুহূর্তে বিমান ওঠানামা বন্ধ আছে। চেষ্টা করছি যে, যত দ্রুত পারি আজকে রাতের মধ্যে ফ্লাইট ওপেন করবো।’

শাহজালালের পরিবর্তে শাহ আমানতে নামলো ৮ ফ্লাইট

শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এয়ারফিল্ড বন্ধ রয়েছে। এতে ঢাকা থেকে এখন পর্যন্ত ৮টি আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্রগ্রাম বিমানবন্দরে অবতরণ করেছে বলে জানিয়েছে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) চট্টগ্রাম বিমানবন্দরের জনসংযোগ বিভাগ থেকে এ তথ্য জানিয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত মোট ৮টি ডোমেস্টিক ও আন্তর্জাতিক ফ্লাইট ডাইভার্ট হয়ে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করেছে।

চট্টগ্রামে অবতরণ করা কয়েকটি ফ্লাইট |ছবি: এখন টিভি

উদ্ধার কার্যক্রমে আহত ২১ আনসার সদস্য

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আগুন নেভাতে গিয়ে আহত হয়েছেন ২১ জন আনসার সদস্য। তাদেরকে সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সন্ধ্যায় তাৎক্ষণিক এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, বিমানবন্দরের নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত আনুমানিক এক হাজার আনসার সদস্য ঘটনাস্থলে উদ্ধার ও আগুন নিয়ন্ত্রণ কার্যক্রমে সক্রিয়ভাবে সহযোগিতা করছেন।

আরও পড়ুন:

আরও বলা হয়, এ সময় কর্তব্যরত অবস্থায় এখন পর্যন্ত ২১ জন আনসার সদস্য আহত হয়েছেন, যাদের দ্রুত সিএমএইচ ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য সিএমএইচ হাসপাতালে রেফার করা হয়েছে।

তিন ঘণ্টা পেরোলেও নেভানো যায়নি আগুন

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন তিন ঘণ্টা গড়িয়ে গেলেও নেভানো সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউটিট। এতে এ বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।

আজ (শনিবার, ১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট রওনা হয়। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যাও বাড়তে থাকে। সবশেষ সংস্থাটির ৩৭টি ইউনিট সেখানে কাজ করছে।

ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরা। 

বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে।

এসএইচ