ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের আগুন তিন ঘণ্টা গড়িয়ে গেলেও নেভানো সম্ভব হয়নি। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউটিট। এতে এ বিমানবন্দরে সব ধরনের বিমান ওঠানামা সাময়িকভাবে বন্ধ রয়েছে।
আজ (শনিবার, ১৮ অক্টোবর) বেলা আড়াইটার দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে। খবর পেয়েই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট রওনা হয়। আগুন ছড়াতে থাকলে ইউনিটের সংখ্যাও বাড়তে থাকে। সবশেষ সংস্থাটির ৩৭টি ইউনিট সেখানে কাজ করছে।
ফায়ার সার্ভিসের সঙ্গে আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও বিজিবি সদস্যরা।
বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ জানান, কার্গো ভিলেজে আগুন লাগার পর উড়োজাহাজ ওঠানামা সাময়িক স্থগিত রাখা হয়েছে।