‘আন্তর্জাতিক আইনেও হাসিনা-কামালদের গণহত্যায় দায় এড়ানোর সুযোগ নেই’

চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম
চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম | ছবি: সংগৃহীত
0

দেশে প্রচলিত আইনই নয়, আন্তর্জাতিক আইনেও শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল ও চৌধুরী আব্দুল্লাহ আল মামুন গণহত্যায় দায় এড়ানোর সুযোগ নেই বলে জানান ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর। আজ (বৃহস্পতিবার, ১৬ অক্টোবর) প্রসিকিউশনের শেষ দিনের যুক্তিতর্কের শুরুতেই গণহত্যার বিষয়ে আন্তর্জাতিক আইনে অভিযুক্তদের দায়ের বিষয়ে কী বলা আছে, তা বাংলাদেশে প্রচলিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন-১৯৭৩ এর বিভিন্ন ব্যাখ্যা তুলে ধরেন।

চিফ প্রসিকিউটর বলেন, ‘আন্তর্জাতিক আইনে বলা আছে, দায়িত্বের জায়গা থেকে গণহত্যার বিষয়ে কেউ জানার পরও তা বন্ধ না করে হত্যায় প্রশ্রয় দিলে তিনি দোষী হবেন। ফলে, জুলাই আগস্টের গণহত্যার বিষয়ে সরকারের দায়িত্বের জায়গা থেকে শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামাল, পুলিশের আইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন কেবল জানতেনই না; বরং তাদের সরাসরি নির্দেশেই হত্যাযজ্ঞ চলেছে।’

আরও পড়ুন:

ফলে দেশে প্রচলিত ট্রাইব্যুনাল আইন ও আন্তর্জাতিক আইনেও তাদের দায় এড়ানোর সুযোগ নেই। এদিকে আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় ১২তম দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এছাড়া চানখারপুলে ৬ জনকে হত্যায় উপদেষ্টা আসিফ মাহমুদ তার দ্বিতীয় দিনের সাক্ষ্য দেবেন।

ইএ