তৃতীয় দিন মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় এখন ধোঁয়া বের হচ্ছে ক্যামিকেল গোডাউন থেকে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে সেখানে। তারা জানায়, ক্যামিকেল এর কারণে পুরোপুরি ভেতরে ঢুকতে পারেনি ফায়ার ফাইটাররা। তবে স্থানীয়দের দূরে থাকতে ও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।
আরও পড়ুন:
এরমধ্যেই পাশের এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা গেলেও পরিচয় সনাক্ত হয়েছে ১০ জনের। এছাড়া এখন পর্যন্ত ১৩ জন নিখোঁজের অভিযোগ করেছে স্বজনরা।





