মিরপুরে রাসায়নিকের আগুন থেকে বিষাক্ত গ্যাস বাতাসে মিশে যাচ্ছে: ফায়ার সার্ভিস

গতকাল ফায়ার সার্ভিসের অভিযান প্রস্তুতি
গতকাল ফায়ার সার্ভিসের অভিযান প্রস্তুতি | ছবি: সংগৃহীত
0

মঙ্গলবার ঢাকার মিরপুরে যে রাসায়নিক গুদামটিতে আগুন লাগে সেটি এখনো পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায়নি বরং রাসায়নিকের আগুন থেকে টক্সিক গ্যাস বা বিষাক্ত গ্যাস তৈরি হয়ে বাতাসে মিশে যাচ্ছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গতকাল (বুধবার ১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রূপনগরে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শনের গিয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. নজমুজ্জামান।

তৃতীয় দিন মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় গিয়ে দেখা যায় এখন ধোঁয়া বের হচ্ছে ক্যামিকেল গোডাউন থেকে। ফায়ার সার্ভিসের ৬ ইউনিট কাজ করছে সেখানে। তারা জানায়, ক্যামিকেল এর কারণে পুরোপুরি ভেতরে ঢুকতে পারেনি ফায়ার ফাইটাররা। তবে স্থানীয়দের দূরে থাকতে ও মাস্ক ব্যবহারের পরামর্শ দিয়েছেন তারা।

আরও পড়ুন:

এরমধ্যেই পাশের এলাকার বেশ কয়েকটি কারখানা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। এ ঘটনায় এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা গেলেও পরিচয় সনাক্ত হয়েছে ১০ জনের। এছাড়া এখন পর্যন্ত ১৩ জন নিখোঁজের অভিযোগ করেছে স্বজনরা।

ইএ