ঝুঁকিপূর্ণ বিবেচনায় আশপাশের অফিস ও কারখানা বন্ধ রাখা হয়েছে। আজ (বুধবার, ১৫ অক্টোবর) সকালে ছড়িয়ে পড়া কেমিক্যালের ধোঁয়ায় রাইজিং গ্রুপসহ আশে পাশের বেশ কয়েকটি কারখানার প্রায় ৫০ জন অসুস্থ হয়ে পড়েছে। ছুটি দেওয়া হয়েছে কয়েকটি প্রতিষ্ঠান।অসুস্থ ব্যক্তিদের বেশিরভাগকে নেওয়া হয়েছে স্থানীয় হাসপাতালে।
এর আগে মঙ্গলবার বেলা সাড়ে ১১ টার দিকে মিরপুর শিয়ালবাড়ি রূপনগরে শাহ আলম কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় এখন পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।





