রেজাউল মাকছুদ জাহেদী বলেন, ‘এডিস মশার বংশবিস্তার রোধে প্রয়োজনীয় বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে মন্ত্রণালয়। ঢাকার দুই সিটি করপোরেশনও আক্রান্তের সংখ্যা কমিয়ে আনতে অব্যাহতভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।’
আয়োজনে অংশ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ বলেন, ‘বিভিন্ন প্রতিষ্ঠানের সমন্বয়ে সিটি করপোরেশনের উদ্যোগ পরিচ্ছন্ন ক্যাম্পাস বিনির্মাণে সহযোগিতা করবে।’
আরও পড়ুন:
ডাকসু ভিপি সাদিক কায়েম বলেন, ‘এ উদ্যোগের ধারাবাহিক প্রচেষ্টা হিসেবে শিক্ষার্থীদের মধ্যে পরিচ্ছন্নতা বিষয়ক সচেতনতা তৈরিতে কাজ করবে বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ।’
দিনভর পরিচ্ছন্ন এ কার্যক্রম ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট ও ঢাকা মেডিকেল কলেজ এলাকায় পরিচালনা করবে ডিএসসিসি।





