তিনি বলেন, ‘ভারতে অসুরের মূর্তি তৈরি করা হয়েছে ড. মুহাম্মদ ইউনূসের মুখাবয়ব দিয়ে। এটা অত্যন্ত নিম্নরুচির পরিচয়। এটা একেবারেই একটা অপসংস্কৃতির পরিচয়।’
আরও পড়ুন:
এ সময় রিজভী বলেন, ‘ভারতের মতো সঙ্গীত ও শিল্পকলা সমৃদ্ধ দেশ থেকে এমন অপসংস্কৃতির কাজ আশা করা যায় না। এটি শুধু অসম্মানজনকই নয়, বরং দুই দেশের মধ্যে সম্পর্ককে নষ্ট করার জন্য ক্ষতিকর।’
এ সময় তিনি বলেন, ‘৫ আগস্টের পরাজিত শক্তিরা এদেশে পার্শ্ববর্তী দেশের শিল্প সাহিত্যের এক্সটেনশন করতে চেয়েছিলো।’ বিগত সময়ে পার্শ্ববর্তী দেশের বৃহত্তর শিল্পের চর্চা হিসেবে এদেশের সংস্কৃতিকে দাড় করানোর চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন রিজভী। এসময় রাজনীতিবিদদের শিল্পের চর্চা বাড়ানোর আহ্বান জানান বিএনপির এ নেতা।





