‘ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে’

মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার | ছবি: এখন টিভি
1

এবছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। আজ (বুধবার, ১ অক্টোবর) বিকেলে টাঙ্গাইলের মির্জাপুরের রনদা প্রসাদ সাহার দুর্গা মন্দির পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ফরিদা আক্তার বলেন, ‘প্রতি বছরের মতো এবছরও মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা অক্টোবরের ৪ তারিখ থেকে শুরু হচ্ছে যা ২৪ তারিখ পর্যন্ত থাকবে। আমরা গতবছর যে উদ্যোগ নিয়েছিলাম তাতে সফলতা আসছিল। এতে করে ৫২.৫ শতাংশ মা ইলিশ রক্ষা হয়েছিল। এবছর মা ইলিশ রক্ষায় পুলিশ, নৌবাহিনী ছাড়াও বিমান বাহিনী ড্রোন দিয়ে কাজ করবে।’

তিনি বলেন, ‘ইলিশ মাছ কম আহরণের মূল কারণ হচ্ছে কারেন্ট জাল ও চায়না জাল। সে কারণে এবছর আমরা একটু বেশি সর্তক থাকবো। আশা করছি এবছর একটু বেশি ইলিশ রক্ষা করতে পারবো।’

আরও পড়ুন:

এসময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমিন এস মোর্শিদ বলেন, ‘সংস্কৃতি ধ্বংস করা যাবে না এবং কোনো অপশক্তি রাজনীতিকে ব্যবহার করে তা নষ্ট করতে পারবে না। সংখ্যা লঘু শব্দটাই তো একটা রাজনীতি ঐক্যের বিপরীতে দাঁড়ায়। আমরা একতার কথা বলতে এসেছি। সকল সংস্কৃতিকে ভালোবাসি। এ দেশটাকে সুন্দর করার প্রতিজ্ঞা নিয়ে এসেছি। এ সরকার সবসময় চায় যেন কোনো উৎসবেই যেন কোনো শৃঙ্খলা নষ্ট না হয়।’

মন্দির পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান, ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক, সুইজারল্যান্ড অ্যাম্বাসির ডিপুটি হেড অব মিশন দিপক ইলমার, টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক, পুলিশ সুপার মিজানুর রহমানসহ আরও অনেকে।

এসএস