আজ (বুধবার, ১ অক্টোবর) সকাল সোয়া ১০টার দিকে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে এসে মনোনয়নপত্র প্রত্যাহার করেন তামিম।
মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময়ে তামিম একা নন, প্রার্থিতা প্রত্যাহার করে নেন আরও ১৪-১৫ জন। মনোনয়নপত্র প্রত্যাহারের সময় বেধে দেয়া হয় আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত।
আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। তবে তার আগেই অনেকটা নাটকীয়ভাবে প্রার্থিতা প্রত্যাহার করলেন একাধিক হেভিওয়েট প্রার্থী।
প্রসঙ্গত, এর আগে বিভিন্ন সময় ক্রিকেট বোর্ড নিয়ে কাজ করার আগ্রহ প্রকাশ করেছিলেন তামিম ইকবাল। বিশেষ করে ক্রিকেট অপারেশনে মনোযোগ দিতে চেয়েছিলেন তিনি।
আসন্ন বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে সবশেষ আলোচনায় সংস্থাটির সভাপতি হিসেবে নাম উঠে আসে তামিমের। তবে শেষ পর্যন্ত সেই নির্বাচন থেকেই নিজকে সরিয়ে নিলেন তামিম।





