সাভারে বিভিন্ন পূজামণ্ডপে বিএনপির আর্থিক অনুদান

সাভারে পূজামণ্ডপে বিএনপি
সাভারে পূজামণ্ডপে বিএনপি | ছবি: এখন টিভি
1

আশুলিয়ায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন পূজামণ্ডপে আর্থিক অনুদান দিয়েছে বিএনপি। স্থানীয় নেতারা জানিয়েছেন, এ অনুদান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে প্রদান করা হয়েছে।

আজ (বুধবার, ১ অক্টোবর) দুপুরে আশুলিয়ার পাথালিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে আর্থিক অনুদান প্রদান করেন বিএনপি নেতারা।

এসময় উপস্থিত ছিলেন সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান ও ঢাকা-১৯ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী মোহাম্মদ কফিল উদ্দিন আহমেদ, সাভার পৌর বিএনপির সভাপতি খন্দকার শাহ মইনুল ইসলাম বিল্টু, আশুলিয়া থানা বিএনপির সহসভাপতি বাসেদ দেওয়ানসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।

আরও পড়ুন:

পূজা আয়োজকরা বিএনপির এ সহযোগিতা গ্রহণ করে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তাদের মতে, রাজনৈতিক ভিন্নতা থাকলেও ধর্মীয় উৎসবে এমন সহমর্মিতা প্রশংসার দাবিদার।

এদিকে বিএনপির এ উদ্যোগ পূজার আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন স্থানীয়রা।

এসএস