কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে জিওসি, ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়

কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে জিওসি
কুমিল্লায় পূজামণ্ডপ পরিদর্শনে জিওসি | ছবি: এখন টিভি
0

শারদীয় দুর্গোৎসবের মহানবমী পূজাকে ঘিরে আজ (বুধবার, ১ অক্টোবর) কুমিল্লার মন্দির ও মণ্ডপগুলোতে ভক্ত-দর্শনার্থীর ঢল নেমেছে। অঞ্জলি প্রদান, হোমযজ্ঞ, ধূপ-প্রদীপ প্রজ্বালন ও নানা উপাচারে দেবী দুর্গার আরাধনায় ব্যস্ত ভক্তকূল। ভক্তি ও উৎসবের আবহে মুখরিত মণ্ডপগুলোতে সৃষ্টি হয়েছে এক অপূর্ব পরিবেশ। এদিন শারদীয় দুর্গোৎসবকে ঘিরে কুমিল্লা নগরীর ঐতিহ্যবাহী ঈশ্বর পাঠশালা মহেশাঙ্গণ পূজামণ্ডপ পরিদর্শন করেন কুমিল্লা ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া প্রধান মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা।

এর আগে তিনি জেলার চান্দিনা উপজেলার আরও একটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। মণ্ডপ পরিদর্শনকালে মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা পূজা উদযাপন পরিষদ, মন্দির কমিটি, পুরোহিত এবং ভক্তবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় তিনি পূজার সার্বিক শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সবাইকে সহযোগিতার আহ্বান জানান এবং দুর্গোৎসবকে মিলনমেলার উৎসবে পরিণত করার প্রত্যাশা ব্যক্ত করেন।

মেজর জেনারেল নাজিম-উদ-দৌলা বলেন, ‘দুর্গোৎসবকে ঘিরে প্রায় দুই সপ্তাহ আগে থেকেই প্রশাসন বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। পুলিশ, আনসার ও সেনা সদস্যদের সমন্বয়ে প্রতিটি মণ্ডপে নির্বিঘ্ন নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দর্শনার্থীদের ভিড় সামলাতে ছিল বাড়তি টহল ও নজরদারি।’

আরও পড়ুন:

এদিকে আনুষ্ঠানিক মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হওয়া দুর্গাপূজার প্রতিদিনের আচার-অনুষ্ঠান ভক্তদের মনোযোগ ও ভক্তিভরে সম্পন্ন হয়েছে। বুধবার ছিল মহানবমী শাস্ত্রীয় নিয়মে পূজা-অর্চনা, অঞ্জলি প্রদান, ধূপ-প্রদীপ প্রজ্বলন ও নানা উপাচারের মাধ্যমে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। সকাল থেকে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে হাজারও ভক্ত ও দর্শনার্থী মণ্ডপে সমবেত হন। ঢাক-ঢোল, উলুধ্বনি ও শঙ্খধ্বনিতে মুখরিত ছিল মহেশাঙ্গণ মণ্ডপ এলাকা।

এছাড়া মহানবমীর এদিনে জেলার ৮১২ মণ্ডপেও ভক্তরা দেবীর চরণে অঞ্জলি নিবেদন করে মঙ্গল কামনা করেন। সার্বিক শান্তিপূর্ণ পরিবেশে আচার-অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় ভক্তদের মধ্যে স্বস্তি ও আনন্দের আবহ বিরাজ করছে।

এসএস