এ বৈঠকে আগামী নির্বাচন, সংস্কার ও রোহিঙ্গা সংকট সমাধানের বিষয় উঠে আসে। এসময় বাংলাদেশের সংস্কারমূলক পদক্ষেপ এবং একটি অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করার প্রতিশ্রুতি সম্পর্কে জাতিসংঘ মহাসচিবকে অবহিত করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, ‘নির্বাচনের জন্য জাতিসংঘের সমর্থন প্রয়োজন।’
বৈঠকে দুই পক্ষ রাজনৈতিক সংস্কার, নির্বাচনের প্রস্তুতি, জুলাইয়ের গণঅভ্যুত্থানে নৃশংসতার জবাবদিহি, সংরক্ষণবাদী শুল্ক ব্যবস্থা ও আন্তর্জাতিক রোহিঙ্গা সম্মেলনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।
আরও পড়ুন:
এসময় ড. ইউনূস বলেন, ‘ক্ষমতাচ্যুত সরকার এবং তার মিত্ররা চুরি করা সম্পদ ব্যবহার করে দেশের স্থিতিশীলতা নষ্ট করতে ভুল তথ্য ছড়ানোর পেছনে অর্থায়ন করছে।’
জবাবে মহাসচিব গুতেরেস বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে জাতিসংঘের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন।





