পার্বত্য অঞ্চলের জাতিগোষ্ঠী, রাজনৈতিক নেতাসহ সবাইকে সংযত আচরণের আহ্বান সেনাবাহিনীর

আইএসপিআর
আইএসপিআর | ছবি: আইএসপিআর
1

খাগড়াছড়ি ও গুইমারায় সৃষ্ট পরিস্থিতিতে পার্বত্য অঞ্চলের সব জাতিগোষ্ঠী, রাজনৈতিক দলের নেতা ও জনগণকে সংযত আচরণের আহ্বান জানিয়েছে সেনাবাহিনী। গতকাল (রোববার, ২৮ সেপ্টেম্বর) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো এক বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

বিবৃতিতে পার্বত্য অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে সেনাবাহিনীসহ সব আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতার জন্য অনুরোধ জানানো হয়। গুইমারার বিভিন্ন ঘটনাকে পুঁজি করে আইনের আশ্রয় না নিয়ে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল এবং সাম্প্রদায়িক সহিংসতার বিষয়টি ষড়যন্ত্রের অংশ উল্লেখ করে বিবৃতিতে বলা হয়, দেশের অখণ্ডতা রক্ষায় দৃঢ় প্রতিজ্ঞ সেনাবাহিনী।

আরও পড়ুন:

বিবৃতিতে স্কুল ছাত্রী ধর্ষণে অভিযুক্ত শয়ন শীলকে গ্রেপ্তার করার পরও ইউপিডিএফ ও এর অঙ্গসংগঠন পাহাড়ে সাম্প্রদায়িক সহিংসতা চালিয়ে যাওয়ার বিস্তারিত তুলে ধরা হয়।

এসএস