বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকে যৌথ মহড়া পরিদর্শনে যুক্তরাষ্ট্রের ডিপ্লোম্যাট

পরিদর্শনে মার্কিন কূটনীতিক
পরিদর্শনে মার্কিন কূটনীতিক | ছবি: আইএসপিআর
2

চট্টগ্রামে বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হক পরিদর্শন করেছেন যুক্তরাষ্ট্রের চার্জ ডি’অ্যাফেয়ার্স অ্যাড ইন্টেরিম ট্রারেসি অ্যান জ্যাকবসন। আজ (মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর) তিনি বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে চলমান ‘অপারেশন প্যাসিফিক অ্যাঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া পরিদর্শন করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানায়, পরিদর্শনকালে তিনি বিভিন্ন এসএমইই (সাবজেক্ট ম্যাটার এক্সপার্টাইস এক্সচেঞ্জ) সাইট ঘুরে দেখেন এবং সার্চ অ্যান্ড রেসকিউ, মেরিটাইম ও ফ্ল্যাড অপারেশন, ক্রু রিসোর্স ম্যানেজমেন্ট কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিশেষে দুই দেশের বিমান বাহিনীর সদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন।

পরিদর্শনে যুক্তরাষ্ট্র দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বাংলাদেশের এয়ার অধিনায়ক, সংশ্লিষ্ট কর্মকর্তা ও বিমান বাহিনী সদস্যরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুটি সি-১৩০জে বিমান অংশগ্রহণ করেছে। এতে বাংলাদেশের ১৫০ জন ও যুক্তরাষ্ট্রের ৯২ জন সদস্য অংশগ্রহণ করছেন। মহড়া আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত চলবে।

সেজু