বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম মাওলানা মোশাররফ হোসেনের ইন্তেকাল

বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন
বাংলাদেশ তাবলিগ জামাতের শীর্ষ মুরুব্বি মাওলানা মোশাররফ হোসেন | ছবি: সংগৃহীত
4

চলে গেলেন তাবলীগ জামাতের শীর্ষ মুরুব্বি, বিশ্ব ইজতেমার জুমার নামাজের ইমাম এবং কাকরাইল মসজিদের আহলে শূরা মাওলানা মোশাররফ হোসেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ (শনিবার, ৩০ আগস্ট) বেলা ১১টা ৩০ মিনিটে রাজধানীর শ্যামলীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

মোশাররফ হোসেন কিছুদিন ধরে কিডনিতে জটিল সমস্যায় ভুগছিলেন। মৃত্যুর আগে শেষ দু’দিন তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মাওলানা মোশাররফ হোসেন তাবলীগ জামাতের বাংলাদেশের প্রতিনিধি হিসেবে বিশ্বের অনেক দেশে ভ্রমণ করেছেন। বিশ্ব ইজতেমার ময়দানে জুমার নামাজের ইমামতি করার মাধ্যমে মুসল্লিদের আধ্যাত্মিক দিকনির্দেশনা দিয়ে তিনি সুপরিচিতি লাভ করেন। প্রতি ইজতেমায় আসর, ফজরসহ বিভিন্ন নামাজের পরে মূল বয়ান করতেন তিনি।

আরও পড়ুন:

তাবলীগ জামাতের মিডিয়া সমন্বয়কারী মো. সায়েম বলেন, ‘আজ মাগরিবের নামাজের পর টঙ্গী ময়দানের পশ্চিম পাশে তাবলীগের মারকাজ মসজিদে জানাযার নামাজ অনুষ্ঠিত হবে।’

তার মৃত্যুতে শোক জানিয়েছেন তাবলীগ জামাতের বিশ্ব আমির মাওলানা মুহাম্মদ সাদ কান্ধলভী ও তাবলীগ জামাতের বাংলাদেশের প্রবীণ মুরুব্বি সৈয়দ ওয়াসিফুল উসলাম। 

এসএইচ