সাভারে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু, মরদেহ উদ্ধার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

সাভারে পৃথক দুটি ঘটনায় তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ (মঙ্গলবার, ২৬ আগস্ট) দুপুরে সাভারের এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল থেকে তাদের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ধামরাইয়ের ফুটনগর এলাকায় গতকাল রাতে দুই বন্ধু ঘুরতে গিয়ে দুর্বৃত্তদের হামলার শিকার হন। তাদের কুপিয়ে জখম করে নগদ টাকা ও মোবাইল লুটে নেয়া হয়। আহতদের মধ্যে অটো রিকশাচালক ফজলুল হক হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। অন্য আহত ব্যক্তির চিকিৎসা চলমান।

আরও পড়ুন:

অন্যদিকে, ধামরাইয়ের এক রাস্তায় কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু হয়। তাদের মরদেহ এনাম মেডিক্যাল কলেজে আনা হয় এবং পরে সাভার মডেল থানা পুলিশ মর্গে পাঠায়।

এসএস