জামায়াত আমিরের স্বাস্থ্যের খোঁজ নিলেন পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স

জামায়াত আমির ও পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স
জামায়াত আমির ও পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স | ছবি: এখন টিভি
0

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন পাকিস্তান হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স মুহাম্মাদ ওয়াসি। আমিরের সুস্থতা কামনা করে হাসপাতালে ফুলের তোড়া পাঠিয়েছেন তিনি।

তিনি আমিরে জামায়াতের চিকিৎসা ও স্বাস্থ্যের খোঁজখবর নিয়েছেন এবং দোয়া করেছেন। এদিকে জামায়াতের পক্ষ থেকে মুহাম্মাদ ওয়াসিকে ধন্যবাদ জানানো হয়।

জামায়াত জানায়, আমরা পাকিস্তানের মান্যবর হাইকমিশনারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি। আল্লাহ তা'য়ালা তাকে উত্তম জাযা দান করুন। আমিন।

এএইচ