আওয়ামী লীগ সংশ্লিষ্ট ৮০৮ সরকারি অবকাঠামোর নাম পরিবর্তন

প্রেস উইং
প্রেস উইং |
2

দেশজুড়ে শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগ সংশ্লিষ্টদের নামে থাকা ৮০৮টি অবকাঠামো, স্থাপনা ও প্রতিষ্ঠানের নাম পরিবর্তন করা হয়েছে। এ ছাড়া আরও ১৬৯টি প্রতিষ্ঠান ও অবকাঠামোর নাম পরিবর্তনের কার্যক্রম প্রক্রিয়াধীন। আজ (বৃহস্পতিবার, ২৬ জুন) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ১৬ বছরে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পরিবার ও আওয়ামী লীগের রাজনীতিবিদদের নামে এগুলো প্রতিষ্ঠিত হয়েছিল। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সেনানিবাস, বিমানঘাঁটি, নৌ-বাহিনীর জাহাজ, মেগাসেতু, সড়ক, স্থাপনা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, গবেষণাকেন্দ্রসহ বিভিন্ন প্রতিষ্ঠান।

প্রেস উইং জানায়, ইতোমধ্যেই এই প্রতিষ্ঠানগুলোর বেশিরভাগের নাম পরিবর্তন করা হয়েছে। বাকি প্রতিষ্ঠানগুলোর নাম পরিবর্তনের কাজ প্রক্রিয়াধীন রয়েছে।

প্রতিষ্ঠানগুলোর নামের তালিকা দেখতে এখানে ক্লিক করুন

এনএইচ