বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে: এ্যানি

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি
বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি | ছবি: এখন টিভি
0

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বিএনপি নির্বাচন চায় গণতন্ত্রের স্বার্থে। সেইসঙ্গে দ্রুত শেখ হাসিনার বিচার দৃশ্যমান কারার দাবিও জানান তিনি। আজ (বৃহস্পতিবার, ২৯ মে) সকালে চোখ হারানো চার যুবকের খোঁজ নেয়া শেষে সোহরাওয়ার্দী হাসপাতালে এসব কথা বলেন তিনি।

এ্যানি অভিযোগ করেন, আহতদের চিকিৎসায় সরকারের আন্তরিকতা পরিলক্ষিত নয়। নির্বাচিত সরকার থাকলে গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার দায়িত্বে অবহেলা করতে পারতো না।

এসময় উপস্থিত ছিলেন ‘আমরা বিএনপি পরিবারের’ আহ্বায়ক আতিকুর রহমান রুমনসহ অন্যান্য সদস্যরা।

এসএস