নারী মৈত্রী আয়োজিত আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে তামাক কর বৃদ্ধি প্রস্তাবনা ও দীর্ঘ মেয়াদি তামাক কর নীতি প্রণয়ন দাবিতে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, 'বাংলাদেশে ১৫ বছর ও তদূর্ধ্ব ১৮ শতাংশ মানুষ ধূমপান করেন।'
এ কারণে ২০১৮ সালে তামাক ব্যবহারজনিত রোগে প্রায় ১ লাখ ৬১ হাজার মানুষ মৃত্যুবরণ করে। নারী মৈত্রী সংগঠনের নারী নেত্রীরা জানান, ২০১৭-১৮ অর্থবছরে তামাক ব্যবহারের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ ৩০ হাজার ৫০০ কোটি টাকা। কিন্তু ২০১৭-১৮ তামাকখাত থেকে সম্পূরক শুল্ক ও মূসক বাবদ অর্জিত রাজস্ব আয়ের পরিমাণ ২২ হাজার ৮১০ কোটি টাকা। যা বেশ হতাশার।