ঘণ্টাখানেকের চেষ্টায় মতিঝিলের বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে

মতিঝিলের বাণিজ্যিক ভবনে আগুন
মতিঝিলের বাণিজ্যিক ভবনে আগুন | ছবি: এখন টিভি
0

ফায়ার সার্ভিসের প্রায় ঘণ্টাখানেক চেষ্টায় রাজধানীর মতিঝিল এলাকার বাণিজ্যিক ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ (শনিবার, ১৭ মে) সন্ধ্যা ৬টার পরপর অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস জানায়, সন্ধ্যা ৬টা ১৮ মিনিটে মতিঝিলের শাহজালাল ইসলামী ব্যাংকের পাশের একটি তিনতলা বিল্ডিংয়ের তৃতীয় তলায় আগুনের খবর পান তারা। ৬টা ২৮ মিনিটে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

পরে একে একে যোগ হয় আরও তিনটি ইউনিট ও সিজার কার। ভবনসহ আশেপাশের এলাকার বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে দেয়া হয়।

প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি। তবে ফায়ার সার্ভিস বলছে, সূত্রপাত ঘটেছে ততীয় তলার রান্নাঘর থেকে।

এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা নেই তবে ফায়ার সার্ভিস থেকে দেড় থেকে দেই লাখ টাকার ক্ষতির কথা প্রাথমিকভাবে জানানো হয়েছে।

এসএস