ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’

ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল
ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতাল | ছবি: সংগৃহীত
0

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ডেডিকেটেড কোভিড হাসপাতালে ‘হিট স্ট্রোক সেন্টার’র উদ্বোধন করা হয়েছে। আজ (সোমবার, ১২ মে) ‘হিট স্ট্রোক সেন্টার’ উদ্বোধন করা হয়।

তীব্র তাপপ্রবাহের কারণে হিট স্ট্রোকে আক্রান্ত ব্যক্তিদের চিকিৎসার জন্য মহাখালী কোভিড হাসপাতালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের তত্ত্বাবধানে এই হিট স্ট্রোক সেন্টার খোলা হয়েছে।

এখানে অতিরিক্ত তাপমাত্রার কারণে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের বিনামূল্যে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হবে। হিট স্ট্রোকে আক্রান্ত রোগীদের জন্য এখানে রাখা হয়েছে সব ধরনের চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ চিকিৎসক। রাখা হয়েছে আলাদা আইসিইউ ব্যবস্থাও।

এসএস