সংস্কার নাকি নির্বাচন? দেশজুড়ে এমন আলোচনা যখন তুঙ্গে তখন নিজেদের অবস্থান তুলে ধরলো ইউরোপের ২৭ রাষ্ট্রের জোট ইউরোপীয় ইউনিয়ন।
কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাবের সঙ্গে মতবিনিময়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার জানান, সংস্কারের জন্য অন্তর্বর্তী সরকারকে পর্যাপ্ত সময় দেয়ার পক্ষে ইইউ। নির্বাচনের সময়সীমা নিয়েও ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে কোনো চাপ নেই। তবে বাংলাদেশে কখন নির্বাচন হবে সে বিষয়ে বাংলাদেশই সিদ্ধান্ত নেবে।
মতবিনিময়ে মাইকেল মিলার জুলাই-আগস্ট হত্যাকাণ্ড, দায়ীদের বিচার, জাতিসংঘের ফ্যাক্ট ফাইন্ডিং দলের রিপোর্ট, নারী সংস্কার কমিশনের সুপারিশ এবং সম্প্রতি ব্যাপক আলোচিত মানবিক করিডোরের বিষয়ে খোলামেলা কথা বলেন মাইকেল মিলার।
মিলার বলেন, ‘রাখাইনে ত্রাণ সহায়তা পাঠানোর জন্য মানবিক করিডোরকে ভালো উদ্যোগ মনে করে ইইউ। রাখাইনের ভুক্তভোগীদের জন্য মানবিক সহায়তা প্রয়োজন। সবাই যেন সমানভাবে ত্রাণ সহায়তা পায়, সেটা নিশ্চিত করতে হবে।’
মতবিনিময়ে নারী সংস্কার কমিশন নিয়ে সমালোচনার বিষয়ে জানতে চাইলে মিলারের উত্তর, এই আন্দোলন বাংলাদেশের বিষয়। তবে নারী সংস্কার কমিশনকে বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখার পরামর্শ তার। জানান, জুলাই আন্দোলনে হত্যাকাণ্ডের জন্য দায়ীদের বিচার হওয়া উচিত। তবে সেই বিচার হতে হবে সঠিক প্রক্রিয়া মেনে।





