জুলাই অভ্যুত্থানবিরোধী শক্তি যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সেজন্য আইনশৃঙ্খলা বাহিনী সজাগ আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘সরকার অস্থিতিশীল পরিস্থিতি তৈরিকারী গোষ্ঠীর ব্যাপারে কঠোর। এসব আর ঘটতে দেয়া হবে না। এ ধরনের ঘটনা এখন থেকে আগে থেকেই প্রতিহত করবে সরকার।’
ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে জাহাঙ্গীর আলম জানান, ইতালি বাংলাদেশ থেকে আরও জনশক্তি নিতে আগ্রহী। তবে বৈধ উপায়ে বাংলাদেশ থেকে ভিসা নিয়ে যাতে অভিবাসীরা ইতালি যায়, সে অনুরোধ করেছে দেশটি।
বৈঠকে নিরাপত্তা, অপরাধ প্রতিরোধ ও বিচারে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বৈঠকের শুরুতেই তাকে গার্ড অব অনার দেয়া হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।
দুদিনের সফরে আজ ঢাকায় এসেছেন ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী। প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন মাত্তেও পিয়ান্তেদোসি। সন্ধ্যায় তার সফর উপলক্ষে নৈশভোজের আয়োজন করেছে ঢাকায় ইতালি দূতাবাস।





