আজ (বৃহস্পতিবার, ১ মে) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস উপলক্ষে আয়োজিত র্যালিতে অংশ নিয়ে এ কথা বলেন উপদেষ্টা।
এ সময় উপদেষ্টা ন্যায়ভিত্তিক মজুরি কাঠামো প্রতিষ্ঠায় মালিক-শ্রমিক উভয়কে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
আগামীতে শ্রমিকদের সরকারি প্রণোদনা দেয়ার কথা উল্লেখ করে শ্রম উপদেষ্টা বলেন, ‘এখনো অনেক শ্রমিক অধিকার থেকে বঞ্চিত। বৈষম্যহীন দেশ গড়তে তাদের জন্য কাজ করতে হবে।’
পরে মানিক মিয়া অ্যাভিনিউ থেকে মে দিবসের র্যালি শুরু হয়ে শেরে বাংলা নগরে গিয়ে শেষ হয়।