এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবির, প্রাইভেট ইউনিভার্সিটি শাখার সভাপতি জাহিদুল ইসলাম ও সেক্রেটারি রেজাউল করিম বলেন, 'প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যাকাণ্ডে আমরা গভীরভাবে মর্মাহত। অপ্রীতিকর ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থীকে জীবন দিতে হলো, যা অত্যন্ত বেদনাদায়ক ও অগ্রহণযোগ্য। এই ঘটনায় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সার্বিক নিরাপত্তা নিয়ে জনমনে প্রশ্নের উদ্রেক করে।'
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের উদ্ধৃতি দিয়ে নেতারা বলেন, 'আমরা গণমাধ্যম ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানতে পেরেছি, নিহত পারভেজ বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের সামনে নাস্তা করছিলেন। এ সময় একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী প্রাইমএশিয়ার ইংরেজি বিভাগের কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে সেখানে আসেন। ওই দুই ছাত্রীকে ঘিরে ঠাট্টা-তামাশা ও হাসাহাসি থেকে বিরোধের সূত্রপাত হয়। পরে শিক্ষকরা বিষয়টি মীমাংসা করলেও কিছু শিক্ষার্থী পারভেজকে পুনরায় জিজ্ঞাসাবাদ করতে থাকেন এবং একপর্যায়ে তাকে ছুরিকাঘাত করা হলে তার মৃত্যু হয়।'
নেতারা আরও বলেন, 'ঘটনা যাই ঘটুক না কেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও দেশে আইন আছে। বিচারের মাধ্যমে ঘটনার সুরাহা করা যেত, কিন্তু আইন হাতে তুলে নেয়া কোনোভাবেই কাম্য নয়। তদন্তসাপেক্ষে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। সেই সঙ্গে আমরা প্রত্যাশা করি, এই মর্মান্তিক ঘটনাকে রাজনৈতিক উদ্দেশে ব্যবহার করে শিক্ষাঙ্গনের পরিবেশকে অস্থিতিশীল করার অপচেষ্টায় কেউ লিপ্ত হবেন না।'
নেতারা বলেন, 'সমাজে ক্ষমতাকেন্দ্রিক ও অনৈতিক এক মূল্যবোধ গড়ে উঠছে, যেখানে পেশিশক্তির প্রদর্শন, ক্ষমতার অপব্যবহার এবং নৈতিক অবক্ষয়কে স্বাভাবিকভাবে গ্রহণ করার এক বিপজ্জনক সংস্কৃতি বিস্তার লাভ করছে। এই হত্যাকাণ্ড সেই বিকৃত সংস্কৃতিরই এক নির্মম প্রতিফলন। এ অবস্থা থেকে মুক্তি পেতে হলে আমাদের সমাজে নৈতিক মূল্যবোধের চর্চা এবং আইনের শাসনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর করতে হবে।'