গতকাল (রোববার, ১৮ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, সোমবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো ও হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরো জানানো হয়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।
রোববার থেকে বর্ধিত আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই সময়ের প্রথমার্ধে বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। কাল সূর্যোদয় ভোর ৫টা ১৪ মিনিটে।