মির্জা ফখরুলের সঙ্গে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের বৈঠক

এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস দলের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস দলের সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল | ছবি: সংগৃহীত
0

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনস থাইল্যান্ডের বৈঠক হয়েছে। আজ (শুক্রবার, ১৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টায় গুলশানে বিএনপি চেয়ারপারসন অফিসে এই বৈঠক অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী চলা এই বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বৈঠকে সংগঠনটির নির্বাহী পরিচালক ব্রিজা রোজালেসের নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক সংগঠনটি জাতীয় ও আঞ্চলিক পর্যায়ে এশিয়ায় গণতন্ত্রীকরণের প্রচার ও সমর্থনের জন্য কাজ করে থাকে।

এসএস