তবে ফ্যাসিস্টের প্রতিকৃতিতে কে বা কারা আগুন দিয়েছে সে বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানা যায় নি। আগুন লাগানো ও মোটিফ পুড়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম চঞ্চল।
তিনি বলেন, ফ্যাসিবাদের মুখাকৃতিকে টার্গেট করে আগুন লাগানো হয়েছে। এতে পুরোটাই পুড়ে গেছে। এর সাথে পায়রার অবয়বও পুড়ে গেছে। ভোর আনুমানিক ৪টা থেকে সাড়ে ৪টার মধ্যে আগুন লাগানো হয়েছে।
অধ্যাপক আজহারুল ইসলাম বলেন, ‘ফজরের নামাজের পর আমরা আগুনের খবর পাই। কিন্তু ফায়ার সার্ভিস আসতে আসতে ওটা পুরোটাই পুড়ে যায়। আগুনটা ইচ্ছে করেই লাগানো হয়েছে। তবে কে বা কারা করেছে তা জানা যায়নি৷ সিসিটিভি ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে।
মূলত চলতি বছর বাংলা নববর্ষের আনন্দ শোভাযাত্রার জন্য বাঁশ-বেতের কারুকাজে এক দৈত্যাকৃতির “ফ্যাসিবাদী প্রতিকৃতি” তৈরি করা হয়েছিল। যার উচ্চতা ছিল প্রায় ২০ ফুট। যেখানে সাবেক স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি মুখাবয়বের দুপাশে ছিল শিংয়ের মতো অবয়ব। প্রতিকৃতিতে ইতোমধ্যেই প্রলেপের কাজ শেষ হয়েছিল। সংশ্লিষ্টরা জানিয়েছিলেন, এটিই ছিল এবারের শোভাযাত্রার প্রধান মোটিফ বা অবকাঠামো।