গণঅভ্যুত্থানের পর অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথমবার কোনো পাবলিক পরীক্ষা শুরু হচ্ছে ১০ এপ্রিল। সারাদেশে সুষ্ঠুভাবে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি নিয়েছে ১১টি শিক্ষাবোর্ড।
গত বছরের চেয়ে এবার মাধ্যমিক পরীক্ষায় প্রায় এক লাখ পরীক্ষার্থী কম। এবার ১৯ লাখ ২৮ হাজার ৯৭০ পরীক্ষার্থী। যেখানে ছাত্রের চেয়ে ছাত্রী বেশি সাড়ে ৬ হাজার শিক্ষার্থী। তবে এবার ৩১০টি শিক্ষাপ্রতিষ্ঠান বেড়ে ৩০ হাজার ৪৫টি অংশ গ্রহণ করবে। সারাদেশের ৩ হাজার ৭১৫টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার জন্য প্রস্তুতির কথা বলছেন শিক্ষার্থীরা। পরীক্ষা নেয়ার ক্ষেত্রে সব ধরনের অপতৎপরতা রোধে প্রশাসনকে কাজে লাগিয়ে সতর্ক অবস্থানে থাকার আহ্বান শিক্ষাবিদদের। পরামর্শ-পরীক্ষার মূল্যায়ন পদ্ধতিতেও ইতিবাচক পরিবর্তন আনার।
এদিকে আন্তঃশিক্ষাবোর্ড বলছে, কৃত্রিম ভাবে পাসের হার কিংবা জিপিএ ৫ বাড়ানো নয়, বরং মেধার প্রকৃত চিত্র যেন ফুটে ওঠে সেভাবেই পরীক্ষা ও মূল্যায়ন করার করার পরিকল্পনা অন্তর্বর্তী সরকারের।
নানা চ্যালেঞ্জ থাকলেও সুষ্ঠুভাবে পরীক্ষা আয়োজনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রশ্ন ফাঁস নিয়ে বিশেষ কোনো মহলের গুজব রোধে সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।
জুলাই গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের অনেকেই এবার মাধ্যমিক পরীক্ষার্থী। বোর্ড বলছে, আহতের মাত্রা অনুযায়ী তাদের পরীক্ষা নেয়ার জন্য থাকবে বিশেষ ব্যবস্থা।