সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সাবেক স্পিকার বিএনপি স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবেন।
প্রতিনিধি দলে আরও আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।
এর আগে গতকাল (বুধবার, ১৬ এপ্রিল) যমুনায় নির্বাচনসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।
জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচন ও সংস্কার ইস্যু।