জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ বিএনপির বৈঠক

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক আজ
জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বিএনপির বৈঠক আজ | ছবি: এখন টিভি
0

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির বৈঠক আজ (বৃহস্পতিবার, ১৭ এপ্রিল)। দলের স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে উপস্থিত থাকার কথা রয়েছে।

সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সাবেক স্পিকার বিএনপি স্থায়ী কমিটি সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধি দল এ বৈঠকে অংশ নেবেন।

প্রতিনিধি দলে আরও আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ও সালাহউদ্দিন আহমেদ।

এর আগে গতকাল (বুধবার, ১৬ এপ্রিল) যমুনায় নির্বাচনসহ নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপির প্রতিনিধি দল।

জানা যায়, জাতীয় ঐকমত্য কমিশনের এ বৈঠকে প্রাধান্য পাবে নির্বাচন ও সংস্কার ইস্যু।

এসএস