জুলাই অভ্যুত্থানের আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি সেনাপ্রধানের

জুলাই অভ্যুত্থানের আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি সেনাপ্রধানের | এখন টিভি
0

জুলাইয়ে অভ্যুত্থানের আহতদের পাশে সব সময় থাকার প্রতিশ্রুতি দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি। তিনি বলেন, 'আহতদের চিকিৎসার বিষয়ে তৎপর থাকবে সেনাবাহিনী।'

আজ (রোববার, ২৩ মার্চ) জুলাই অভ্যুত্থানে আহত শিক্ষার্থীদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি একথা বলেন। ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে অনুষ্ঠিত এই ইফতারে অংশ নেন আহত ছাত্র ছাত্রীরা।

আজকের অনুষ্ঠানে অংশ নেন শহীদ আবু সাঈদের পিতা। অনুষ্ঠানের শুরুতে জুলাই গণঅভ্যুত্থানে আহত ছাত্র-ছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের খোঁজ-খবর নেন সেনাপ্রধান।

আরো পড়ুন:

জুলাই গণঅভ্যুত্থানের আহতরা জাতির কৃতি সন্তান বলেও এ সময় আখ্যা দেন জেনারেল ওয়াকার-উজ-জামান। জাতির জন্য অবদান রাখায় জুলাই বিপ্লবের আহতদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

ইফতার ও নৈশভোজ অনুষ্ঠানে গণঅভ্যুত্থানে আহত শিক্ষার্থী ছাড়াও অংশ নেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, বেসামরিক পরিমণ্ডলের বিশিষ্ট ব্যক্তি ও বিভিন্ন সরকারি হাসপাতালের পরিচালকরা।

এছাড়া অনুষ্ঠান শেষে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে তাদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়।

ইএ