নারী নির্যাতনের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদ সমাবেশ

নারী নির্যাতনের বিরুদ্ধে ঢাবিতে প্রতিবাদ সমাবেশ | এখন
0

নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। আজ (রোববার, ৯ মার্চ) সকালে অপরাজেয় বাংলার সামনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের ব্যানারে আয়োজিত প্রতিবাদ সভার আয়োজন করে।

এই সভায় তারা অন্তর্বর্তী সরকার দেশের নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে মন্তব্য করে সারাদেশে ধর্ষণ এবং নারী নিপীড়নের বিরুদ্ধে জিরো টলারেন্সসহ ৪ দফা দাবি তুলে ধরেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে বের হয়ে আসতে থাকেন অপরাজেয় বাংলায়।

এ সময় তারা স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে স্বাধীন যৌন নিপীড়ন বিরোধীসেল গঠনসহ ৯ দফা দাবি তুলে ধরেন।

ধর্ষণের প্রতিবাদে আজকে ক্লাস এবং পরীক্ষা বর্জন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

ইএ