তরুণ শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে কেমন বাংলাদেশ চায়, জানানোর আহ্বান

0

তরুণ শিক্ষার্থীদের নির্বাচনের আগ পর্যন্ত বুদ্ধিবৃত্তিক চর্চার মাধ্যমে কেমন বাংলাদেশ চায়, তা সরকারকে জানানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

ঢাকা কলেজে সাংবাদিকতা বিষয়ক কর্মশালায় তিনি বলেন, 'পতিত স্বৈরাচারের দোসররা গুজব ছড়িয়ে বুদ্ধিবৃত্তিক কাজকে দমিয়ে রাখার অপচেষ্টা চালাচ্ছে।'

শিক্ষার্থীদের প্রতি তিনি এ ধরনের অপচেষ্টা রুখে দেয়ার আহ্বান জানান।

সামাজিক মাধ্যমে অপতথ্য ছড়ানোর ব্যাপারে শিক্ষার্থীদের সতর্ক থাকতে হবে জানিয়ে প্রেস সচিব বলেন, 'জুলাই অভ্যুত্থানে নারী শিক্ষার্থীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।'

জাতীয় নির্বাচন নিয়ে এসময় তিনি বলেন, 'ডিসেম্বর বা আগামী বছরের মার্চের দিকে অনুষ্ঠিত হতে পারে নির্বাচন। '

ইএ