চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষায় গড় পাস ও জিপিএ-৫ প্রাপ্তিতে ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা। পরীক্ষার্থীদের মধ্যে ছেলেদের চেয়ে মেয়েদের সংখ্যা বেশি ছিল। গত বছরও ফলাফলে মেয়েরা এগিয়ে ছিল। এদিকে কেন মেয়েদের চেয়ে ছেলেরা পিছিয়ে তা খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (রোববার, ১২ মে) গণভবনে ফলাফল উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।