‘এক-এগারোর মইন-ফখরুদ্দীনের সরকার ছিল মূলত ভারতের দাসত্বের সরকার’

0

এক-এগারোর মইন-ফখরুদ্দীনের সরকার ছিল মূলত ভারতের দাসত্বের সরকার, যেটি কেউ কখনো স্বীকার করেনি বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির জার্নালিজম বিভাগ কর্তৃক আয়োজিত গুণী সম্পাদক সংবর্ধনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘এক-এগারোর মইন-ফখরুদ্দীনের সরকার ছিল মূলত ভারতের দাসত্বের সরকার, যেটি কেউ কখনো স্বীকার করেনি’

তিনি আরো বলেন, ‘বাংলাদেশের মিডিয়া একটা বিশেষ গোষ্ঠীর কাছে জিম্মি যারা প্রধানত ভারত পন্থি এবং ইসলাম বিদ্বেষী। মূলত যারা ভারত বিদ্বেষী ও ইসলামপন্থি তাদের কখনো বিশিষ্টজনদের কাতারে আনতে দেয়া হয় না।’

এ সময় বিশ্ববিদ্যালয়টির পক্ষ থেকে দৈনিক নয়া দিগন্তের সম্পাদক, আলমগীর মহিউদ্দীন,দৈনিক সংগ্রাম সম্পাদক, আবুল আসাদকে সংবর্ধনা দেয়া হয়।

এএম