কারাগারে পা পিছলে পড়ে আহত সাবেক সংসদ সদস্য এমএ লতিফ

0

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ভেতর বাথরুমে পা পিছলে পড়ে মাথায় আঘাত পেয়েছেন চট্টগ্রাম-১১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এম এ লতিফ। আজ (মঙ্গলবার, ৮ অক্টোবর) সন্ধ্যায় এ ঘটনার পর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ডেপুটি জেলার মোহাম্মদ ইব্রাহিম জানান, সন্ধ্যায় তিনি পা পিছলে পড়ে গিয়ে মাথায় আঘাত পেয়েছেন। পরে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

বর্তমানে তিনি হাসপাতালের নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন আছেন। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন এমএ লতিফ।

এর আগে, ছাত্র–জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর এম এ লতিফ নগরের পূর্ব মাদারবাড়ি মালুম মসজিদ এলাকায় এক আত্মীয়ের বাসায় উঠলে স্থানীয়দের রোষানলে পড়ে।

পরবর্তীতে তাকে নগরীর বায়েজিদ বোস্তামী এলাকা থেকে গ্রেপ্তার করা হয় একটি মামলায়। এরপর থেকে কারাগারে রয়েছেন তিনি।

এসএস