ভারতের আগরতলা ইমিগ্রেশনের সার্ভার জটিলতায় আখাউড়া স্থলবন্দর দিয়ে যাত্রী পারাপার বন্ধ করে দেওয়া হয়। এর ফলে সকাল থেকে বন্দরের ইমিগ্রেশনে দুই শতাধিক যাত্রী ভারতে প্রবেশের অপেক্ষায় আটকা পড়েন।
আখাউড়া স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশের সহকারী উপ-পরিদর্শক মোরশেদুল হক বলেন, ‘পৌনে ১টায় ফের যাত্রী পারাপার শুরু হয়েছে। পারাপার ব্যবস্থা এখন স্বাভাবিক রয়েছে।’
এর আগে সকালে তিনি জানিয়েছিলেন, ‘মঙ্গলবার সকালে ১২ জন যাত্রী ভারতে প্রবেশ করার পর আগরতলা ইমিগ্রেশন কর্তৃপক্ষ যাত্রী পারাপার স্থগিত করতে বলে। বিএসএফের মাধ্যমে আমাদেরকে জানায়, যেন আর যাত্রী না পাঠানো হয়।’
তিনি বলেন, ‘সকালে হঠাৎ করেই আগরতলা ইমিগ্রেশনের সার্ভারে ত্রুটি দেখা দেয়। ত্রুটি সারানোর জন্য কারিগরি টিমকে খবর দেয়া হয়েছে বলে জানানো হয়েছে।’
উল্লেখ্য স্থলপথে উত্তরপূর্ব ভারতের সঙ্গে বাংলাদেশের যোগাযোগের অন্যতম মাধ্যম আখাউড়া স্থলবন্দর। প্রতিদিন এ বন্দর দিয়ে ৭০০ থেকে ৮০০ যাত্রী পারাপার হয়ে থাকেন।