ব্রাহ্মণবাড়িয়ায় কোটি টাকার ভারতীয় চোরাইপণ্য জব্দ

ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি
ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বিজিবি | ছবি: এখন টিভি
0

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা থেকে প্রায় এক কোটি টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন চোরাইপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ (বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর) ভোরে উপজেলার ইসলামপুর এলাকায় অভিযান চালিয়ে বিজিবির ২৫ ব্যাটালিয়নের সদস্যরা এসব পণ্য জব্দ করে।

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় থ্রি-পিস, ওড়না, পাঞ্জাবি, চশমা ও চকলেট। বিকেলে বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

আরও পড়ুন:

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল ভোর সাড়ে ৪টার দিকে ইসলামপুর এলাকায় বিশেষ অভিযান চালায়। এ অভিযানে ভারতীয় দুই হাজার ৬০ পিস চকলেট, ২৭ পিস থ্রি-পিস, ৭৪ পিস ওড়না, ৩৯০ পিস পাঞ্জাবি, আট হাজার ২৪৬ পিস চশমা জব্দ করে।

জব্দ করা চোরাইপণ্যের আনুমানিক মূল্য ৯১ লাখ ৮৮ হাজার ২০০ টাকা। এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে।

এসএস