মিউনিখের হোটেল বেইরিশার হফের কনফারেন্স ভেন্যুতে অনুষ্ঠিত এই বৈঠকে দ্বিপাক্ষিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। এর আগে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট। বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক নতুন উচ্চতায় নেয়ায় সন্তোষ প্রকাশ করেন দুই নেতা।
এদিন শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। এছাড়া প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক সেক্রেটারি লর্ড ক্যামেরন। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ ও পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন উপস্থিত ছিলেন।
এছাড়া জার্মানির অর্থনৈতিক সহযোগিতা ও উন্নয়ন বিষয়ক ফেডারেল মন্ত্রী সভেনজা শুলজে সম্মেলন ভেন্যুতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
এদিকে জার্মানিতে এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, সারাদেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা করছে সরকার। এসব অর্থনৈতিক অঞ্চলে বিদেশি অংশীদারদের সঙ্গে প্রবাসী বাংলাদেশিদেরও বিনিয়োগ করতে হবে। মিউনিখের হোটেল বার্গারহাউস গার্চিং-এ প্রবাসী বাংলাদেশিদের আয়োজিত সংবর্ধনায় এই আহ্বান জানান প্রধানমন্ত্রী।
রোববার (১৮ ফেব্রুয়ারি) ঢাকার উদ্দেশ্যে জার্মানি ছেড়ে আসবেন প্রধানমন্ত্রী। ১৯ ফেব্রুয়ারি সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে তার।




