আজ বুধবার (২৯ নভেম্বর) সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব জানিয়েছেন, এসব মন্ত্রণালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন জুনায়েদ আহমেদ পলক। আর পরিকল্পনা মন্ত্রণালয়ের মন্ত্রী থাকায় প্রতিমন্ত্রীর দায়িত্বও দেখভাল করবেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান।
এর আগে সকালে টেকনোক্র্যাট তিন মন্ত্রী-প্রতিমন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পদত্যাগ করা মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা হলেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান, ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম।
গত ১৯ নভেম্বর সংসদের সদস্য নন প্রধানমন্ত্রীর এমন উপদেষ্টারাও পদত্যাগ করেছেন।
এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, 'টেকনোক্র্যাট মন্ত্রী ও উপদেষ্টারা নির্বাচনকালীন সরকারে থাকবে না।'





