কিছুটা আক্ষেপের সুরেই লাইনে অপেক্ষারত এক ক্রেতা জানান, 'অনেকটা সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কর্মীদের পণ্য গোছাতেও বেশ সময় লাগে। তারা যদি গুছিয়ে সব নিয়ে আসতেন তবে হয়তো সময় কিছুটা কম লাগতো।'
ট্রাকসেলের তৃতীয় দিনেও কোথাও কোথাও নির্ধারিত সময়ের পরে শুরু হয় পণ্য বিক্রি। ট্রাক স্পটে আসার পর প্রস্তুতি নিতেও পার হয়েছে আরো কিছুসময়। ততক্ষণে ভিড় বেড়ে লাইন হয়েছে দীর্ঘ। সেই ভিড় সামলাতে হিমশিম অবস্থা টিসিবি কর্মীদের।
ট্রাকসেলের সুবিধাভোগীরা তালিকায় চিনিযুক্ত করার দাবি জানান। তারা বলেন, ঊর্ধ্বমূল্যের বাজারে সীমিত আয়ের মানুষের জন্য তা স্বস্তি বয়ে আনবে।
লাইনে দাঁড়ানো অনেকেই জানান তেল, পেঁয়াজ, আলুর সাথে চাল কিংবা চিনির মতো পণ্য যুক্ত করা হলে মানুষ আরও উপকৃত হতো।
রাজধানীর ৩০টি স্থানে চলছে ট্রাকসেলের কার্যক্রম। প্রতিটি ট্রাকে ৩০০ জন পাচ্ছেন তেল, ডাল, আলু ও পেঁয়াজ। টিসিবি'র এই চারটি পণ্যের প্যাকেজ মূল্য ৪৮০ টাকা।





