এছাড়া বাজারে এখনো সব ধরনের মসলার বাজার চড়া। পেঁয়াজ খুচরা বিক্রি হচ্ছে ৯৬-১০০, আদা ১৪০, রসুন ৮০ টাকায় বিক্রি হচ্ছে।
অন্যদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে চিকন মশুর ডাল আরও ১০ টাকা বেড়ে খুচরা পর্যায়ে প্রতিকেজি ডাল বিক্রি হচ্ছে ১৬০ টাকা।
আরও পড়ুন:
এছাড়া এলাচ ৪৫০০, হলুদের গুড়া ২৪০, মরিচের গুড়া ২২০, মুগডাল ১৬০, বুটের ডাল ১০৫, সোলাবেট ৯৫, জিরা ৫৫০, মৌরি ৬০, ধনিয়া বিক্রি হচ্ছে ১৬০ টাকায়।
সবজিতে কিছুটা স্বস্তি ফিরলেও মসলাসহ নিত্যপণ্যের বাজারে অনেকেই সপ্তাহের বা মাসিক সদাইপাতিতে কাটছাঁট করতে হচ্ছে নিত্যপণ্যের চড়া দামে।
অন্যদিকে দাম বেশি থাকায় কমছে বিক্রিও বলছেন ব্যবসায়ীরা। তাই বাজার মনিটরিং এর তাগিদও ছিলো বাজার করতে আসা ভোক্তাদের।





