রাজধানীর বাজারে উঠছে শীতের সবজি, সরবরাহ বাড়ায় স্বস্তিতে ভোক্তারা

সবজির বাজার
সবজির বাজার | ছবি: সংগৃহীত
0

রাজধানীতে উষ্ণ আবহাওয়ার মধ্যেই বাজারে উঠতে শুরু করেছে শীতের আগাম সবজি। কাওরানবাজারে, সরবরাহ কিছুটা বাড়ায় ভোক্তাদের নাগালে আসতে শুরু করেছে সবজির বাজার।

রাজধানীর কারওয়ান বাজারে, বৃষ্টির প্রভাবে আগাম ফসল ক্ষতিগ্রস্ত হওয়ায় সবজির সরবরাহ পুরোপুরি স্বাভাবিক হয়নি। ছোট ফুলকপি বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকায়, তবে বড় ফুলকপি ও বাঁধাকপি মিলছে ১০০ টাকায়। বেগুন- শিম টমেটো মিলছে ৮০-১২০ টাকার ঘরে। তবে গোল বেগুনের দাম বেড়ে দাঁড়িয়েছে ২৮০টাকায়।

আরও পড়ুন:

বাজারে দেশি মরিচের দেখা মেলেনি, ইন্ডিয়ান মরিচ বিক্রি হচ্ছে ১৬০ থেকে ১৮০ টাকায়। টক ফলের মধ্যে এসেছে জলপাই, আর আমলকি, যার দাম ৬০ থেকে ২৪০ টাকার মধ্যে।

এছাড়াও, ডিমের ডজন প্রতি মিলছে ১৩০ টাকায়, আর ব্রয়লার মুরগি ১৬৫, সোনালি ২৮০, দেশি ৫৫০ টাকায় বিক্রি হচ্ছে। বিক্রেতারা জানান, শীত জমে উঠলে সরবরাহ বাড়বে, আর তাতেই দামও কমবে।

এফএস