দুর্গাপূজার কারণে খুলনায় বেড়েছে ফলের চাহিদা ও সরবরাহ, কমেছে দাম

ফলের বাজার
ফলের বাজার | ছবি: সংগৃহীত
1

দুর্গাপূজার কারণে খুলনায় বেড়েছে ফলের চাহিদা ও সরবরাহ। আমদানিকৃত ফলের সরবরাহ ভালো থাকায় কমেছে দাম। প্রায় সব ধরনের ফলে কেজিতে কমেছে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত। ৪০০ টাকার মাল্টা আজ (শুক্রবার, ২৬ সেপ্টেম্বর) বাজারে বিক্রি হচ্ছে ৩০০ থেকে ৩২০ টাকায়।

এছাড়াও আমদানিকৃত আপেল ৩৫০, বেদানা ৪০০, কমলা ৩২০ টাকায়। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশের ফলের আমদানি অনেকটাই বেড়েছে। সে কারণে বাজারে বেড়েছে সরবরাহ। এতে দাম কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।

আরও পড়ুন:

তবে পুজোর বাজার হিসেবে বেচা বিক্রির এখনো তেমন শুরু হয়নি বলে জানিয়েছেন তারা।

এদিকে ফলের দামে এখনো অসন্তোষ ক্রেতারা। তারা বলছেন, ফল বর্তমানে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার বাইরে।

সেজু