কাঁচাবাজার
বাজার
0

দেশের বিভিন্ন স্থানে কমেছে সবজির দাম

সরবরাহ বৃদ্ধি পাওয়ায় দেশের বিভিন্ন স্থানে কমেছে সবজির দাম। পাশাপাশি তিন দিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা পর্যন্ত কমেছে কাঁচা মরিচের দর। নিন্মমুখী চাষের মাছের দামও।

আমদানির খবরে নওগাঁ সদর উপজেলার কীর্ত্তিপুর পাইকারি হাটে কমেছে কাঁচা মরিচের দাম। তিন দিনের ব্যবধানে কেজিতে ১০০ টাকা কমে বিক্রি হচ্ছে ১২০ থেকে ১৫০ টাকায়। যাতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।

তবে একই মরিচ খুচরা বাজারে সাড়ে তিন থেকে চারশ' টাকায় বিক্রি হওয়ায় স্বস্তি ফেরেনি ক্রেতাদের মাঝে। চাঁদপুরে সরবরাহ বৃদ্ধি পাওয়ায় পাইকারি আড়ৎ ও পাল পাইকারি বাজারে ১০-২০ টাকা পর্যন্ত কমেছে সবজির দাম।

পটুয়াখালীর কলাপাড়ায় কেজিতে ১০ টাকা পর্যন্ত কমেছে বিভিন্ন সবজির দর। তবে, ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত বেড়েছে বেগুন, ঢেঁড়শ ও পটলের দাম। অন্যদিকে সপ্তাহ ব্যবধানে বরিশালের বাজারে বেড়েছে বেশিরভাগ সবজি দাম।

তবে কিছুটা স্বস্তি মিলছে মাছ বাজারে। জাত ও আকারভেদে ৫০ থেকে ৭০ টাকা কমে চাষের রুই ও কাতল তিন থেকে চারশ' টাকা, শিং ২৭০ থেকে ২৮০, তেলাপিয়া ১২০-১৪০ আর কোরাল বিক্রি হচ্ছে ৫০০-৭০০ টাকায়।

tech

এই সম্পর্কিত অন্যান্য খবর