রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, মাংস ব্যবসায়ীদের হাঁকডাকে বাজার সরগরম। দাম কমায় গরুর মাংসের বিক্রি বেড়েছে। আর ব্রয়লার মুরগি ১৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। সোনালি মুরগির কেজি ২৮০ টাকা আর আকারভেদে দেশি মুরগির দাম পড়ছে ৩৫০-৫৫০ টাকা।
এদিকে বাজারে নানা জাতের হাঁসের চাহিদা বেড়েছে। তবে দাম কিছুটা বেশি। আকারে ছোট দেশি হাঁসের দাম ৬০০-৭০০ টাকা। আর একটি রাজহাঁসের দাম আড়াই হাজার টাকা।
কাঁচাবাজারে সবজির সরবরাহ বাড়ায় টমেটো, কাঁচামরিচ ও নতুন আলুর দাম কমেছে। দেশি টমেটো কেজিতে ১০-২০ টাকা কমে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। নতুন আলু ৫০-৬০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
ক্রেতারা বলেন, বাজারে শীতকালীন সব সবজিই পাওয়া যাচ্ছে। মনে হচ্ছে কিছুটা দাম কমেছে। সবমিলিয়ে গত সপ্তাহের তুলনায় বাজার পরিস্থিতি ভালো।
তবে পেঁয়াজের দাম বেড়েছে। দেশি পেঁয়াজ ১২০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ১০০ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে।
নতুন পেঁয়াজের সরবরাহ বাড়লে দাম কমে যাবে বলে জানালেন বিক্রেতারা।




