সবশেষ সমন্বয়ে দেশের বাজারে কমানো হয়েছে স্বর্ণ ও রুপার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) কর্তৃক নির্ধারিত নতুন এই মূল্য আজ (শনিবার, ৩১ জানুয়ারি) থেকে কার্যকর হয়েছে। গত (শুক্রবার ৩০ জানুয়ারি) সকালে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (Pure Gold) মূল্য কমার প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার ভরিতে রেকর্ড ১৪ হাজার ৬৩৮ টাকা কমানো হয়েছে।
স্বর্ণের নতুন দরদাম (New Gold Rate)
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দেশের বাজারে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের স্বর্ণ (22K Gold) প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) বিক্রি হচ্ছে ২ লাখ ৭১ হাজার ৩৬৩ টাকায়। এছাড়া অন্যান্য মানের স্বর্ণের দামও উল্লেখযোগ্য হারে কমেছে:
২১ ক্যারেট (21K Gold): ২ লাখ ৫৮ হাজার ৯৯৯ টাকা।
১৮ ক্যারেট (18K Gold): ২ লাখ ২২ হাজার ২৪ টাকা।
সনাতন পদ্ধতি (Traditional Gold): ১ লাখ ৮২ হাজার ৮৩৩ টাকা।
উল্লেখ্য যে, স্বর্ণের এই বিক্রয়মূল্যের সাথে বাধ্যতামূলকভাবে ৫ শতাংশ সরকারি ভ্যাট (VAT) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি (Labour Cost) যুক্ত করতে হবে।
স্বর্ণের পাশাপাশি রুপার দামও ভরিতে ৮১৬ টাকা কমানো হয়েছে। বর্তমানে ২২ ক্যারেটের রুপা (22K Silver) প্রতি ভরি বিক্রি হচ্ছে ৭ হাজার ৭৫৭ টাকায়। এছাড়া ২১ ক্যারেট ৭ হাজার ৪০৭ টাকা এবং ১৮ ক্যারেট ৬ হাজার ৩৫৭ টাকায় বেচাকেনা হচ্ছে। চলতি বছর এখন পর্যন্ত ১৩ বার রুপার দাম সমন্বয় করা হয়েছে।