নতুন দাম ও কার্যকারিতা (New Rate and Implementation)
আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। সকাল ১০টা ১৫ মিনিট থেকেই সারা দেশে নতুন এই দাম কার্যকর (Effective Rate) হয়েছে। বাজুস জানায়, স্থানীয় বাজারে রুপার মূল্য (Local Silver Value) বাড়ার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনায় এই দাম সমন্বয় করা হয়েছে।
আরও পড়ুন:
বিভিন্ন ক্যারেটের বর্তমান বাজারদর (Silver Rate by Carat): বাজুসের নতুন তালিকা অনুযায়ী বিভিন্ন মানের রুপার বর্তমান দাম নিচে দেওয়া হলো:
- ২২ ক্যারেট (22 Carat): ৮ হাজার ৫৭৩ টাকা।
- ২১ ক্যারেট (21 Carat): ৮ হাজার ১৬৫ টাকা।
- ১৮ ক্যারেট (18 Carat): ৬ হাজার ৯৯৮ টাকা।
- সনাতন পদ্ধতি (Traditional Method): ৫ হাজার ২৪৯ টাকা।
ভ্যাট ও মজুরি সংক্রান্ত নিয়ম (VAT and Labour Cost): বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে বলা হয়েছে, রুপার বিক্রয়মূল্যের সঙ্গে আবশ্যিকভাবে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট (5% VAT) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি (Making Charge) যুক্ত করতে হবে। তবে গয়নার ডিজাইন (Jewelry Design) ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে।
সমন্বয়ের পরিসংখ্যান (Adjustment Statistics): চলতি বছর এ পর্যন্ত মোট ১২ বার রুপার দাম সমন্বয় (Silver Price Adjustment) করা হয়েছে। এর মধ্যে ৯ বারই দাম বাড়ানো হয়েছে এবং কমানো হয়েছে মাত্র ৩ বার। এর আগে গত ২৬ জানুয়ারি রুপার দাম রেকর্ড পর্যায়ে বাড়ানো হয়েছিল, যা আজকের বৃদ্ধির ফলে নতুন ইতিহাস তৈরি করলো।
আরও পড়ুন:





